দিনাজপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান “কেরী মেমোরিয়াল হাই স্কুল”-এ ২০২৩ শিক্ষাবর্ষে নার্সারী থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির আবেদন শুরু ১৬ নভেম্বর, ২০২২ খ্রি:। অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে ভিজিট করুন- www.cmhsdinj.edu.bd/ অথবা সরাসরি ভর্তি ফরম লিংক www.cmhsdinj.edu.bd/492-2 এ। ভর্তির আবেদন ফি-২০০/- (দুইশত) টাকা। ভর্তির আবেদন ফি যেকোন নগদ মোবাইল ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করে ভর্তি ফরমে ট্রানজেকশন আইডি পূরণ করে ফরম জমা করুন। ২৪ ঘণ্টার মধ্যে কনফার্ম মেসেজ অভিভাবকের মোবাইল ফোন নম্বরে পাঠিয়ে দেওয়া হবে।
বি:দ্র: অনলাইন ভর্তি ফরম সংক্রান্ত সহায়তার জন্য যোগাযোগ করুন- ০১৭৩৮১১৮২১৪