স্কুল প্রতিষ্ঠাতা ডঃ উইলিয়াম কেরীর সংক্ষিপ্ত ইতিহাস ১৭৬১ খ্রীষ্টাব্দে ১৭ই আগস্ট ইংল্যান্ডের নর্দাপটন শায়ারের টাওসেস্টার থেকে ৩ মাইল দূরে পর্লাসপিউরি নামক গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন ছোট শিশু উইলিয়াম।তাঁর পিতার নাম ছিল এডমন্ড কেরী এবং মাতার নাম ছিল এলিজাবেথ কেরী । তিনি ছিলেন পরিবারের জ্যেষ্ঠ সন্তান। তাঁর পিতা এডমন্ড কেরী প্রথম জীবনে ছিলেন একজন তাঁতী। পরে তিনি তাঁতের কাজ ত্যাগ করে উত্তরসুরি হিসাবে প্যারিশক্লার্ক এবং স্কুল শিক্ষক হন। এডমন্ড কেরী চেয়েছিলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র উইলিয়াম কেরী যেন সন্মান ও গ্রহণ যোগ্যতা নিয়ে বড় হতে পারে। পিতার দেখা স্বপ্ন ডঃ উইলিয়াম কেরী বৃথা যেতে দেননি। বাল্যকাল থেকে কেরীর জীবন ছিল আদর্শময়। কেরীর আগ্রহ ছিল ইতিহাস ও বিজ্ঞানভিত্তিক প্রীতি। তিনি ভ্রমণ ও অ্যাডভেঞ্চার মূলক বই পড়তে বেশী ভালবাসতেন। তাঁর জীবনে কয়েকটি উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য ছিল তিনি কোন কাজ শুরু করলে তা অবশ্যই শেষ দেখতেন। তিনি কোন
...বিস্তারিত পড়ুন