1. [email protected] : Debeshwar Singh : Debeshwar Singh
 2. [email protected] : Dipankar Roy : Dipankar Roy
 3. [email protected] : Pulok Das : Pulok Das
 4. [email protected] : admin :
প্রধান শিক্ষকের বাণী - কেরী মেমোরিয়াল হাই স্কুল
কেরী মেমোরিয়াল হাই স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা
 • যোগাযোগ
 • +8801716827564
 • ইমেইল
 • [email protected]
 • ঠিকানা
 • কুঠিবাড়ি, মিশনরোড, দিনাজপুর সদর, দিনাজপুর
 • প্রধান শিক্ষকের বাণী

  সন্মানীত অভিভাবকবৃন্দ,
  শিক্ষাই জাতির মেরুদন্ড। এই মেরুদন্ড শক্তিশালী করার জন্য শিক্ষা ব্যবস্থায় এসেছে যুগান্তকারী পরিবর্তন। এসেছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে প্রযুক্তি ভিত্তিক শিক্ষা দানই আমাদের মূল লক্ষ্য। আর এই তথ্য ও প্রযুক্তি ভিত্তিক সামাজিক উপযোগিতা সৃষ্টিতে কেরী মেমোরিয়াল হাই স্কুল দৃঢ় প্রতিজ্ঞ। উত্তরের জনপদ দিনাজপুরে ব্যাপ্টিষ্ট মিশনারী দ্বারা গড়ে ওঠা আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট পাঠ পরিকল্পনায় পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শুধু শিক্ষিতই নয়, নীতি নৈতিকতা, সততা, দক্ষতা ও আত্মমর্যাদা সম্পন্ন মানুষ তৈরি করাই আমাদের কাম্য। নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী দক্ষ ও অভিজ্ঞ পরিচালকমন্ডলীর নিরলস পরিশ্রমে ইতোমধ্যে কেরী মেমোরিয়াল হাই স্কুলটি দিনাজপুরবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
  আমাদের মেধা, মননশীলতা, আন্তরিকতা ও সৃজনশীলতার সমন্বয় ঘটিয়ে আশা করছি স্কুলটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো। এ জন্য আমরা সকল মহলের সার্বিক সহযোগিতা, ভালোবাসা ও সু-পরামর্শ কামনা করছি।

  ধন্যবাদান্তে ,
  রেভা: জেমস্ এন. থান্দার (প্রধান শিক্ষক)
  কেরী মেমোরিয়াল হাই স্কুল
  কুঠিবাড়ী, দিনাজপুর।